রাজধানীর রামপুরায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে মারধর করে আহত অবস্থায় ফেলে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, পরনের টি-শার্টও ছেঁড়া।
এছাড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা ও হাতসহ বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























