ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য

কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি: জিএম কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কারও দোসর ছিলাম না, আমরা নিজস্ব রাজনীতি করেছি। কিছু কিছু সময়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে। যেটা ফ্যাসিবাদ বলা হয়, সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এসময় জিএম কাদের বলেন, যারা আমাদের দোসর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর খুব শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন। কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তরুণ নেতৃত্ব যাদের তিনি তার অভিভাবক এবং নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছেন। এই বিভক্তি দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে এবং একজন আরেকজনের ওপরে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনের দিকে বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছি।

প্রধান উপদেষ্টা জাপাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন, মানে হিসেবে আমরা নাই। তার হিসেবে রাজনীতি করার অধিকার আমাদের নাই। আইনগতভাবে এখনো আমরা নিবন্ধনভুক্ত একটি দল। কোনো ধরনের ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। তারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকজনদের ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে। পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে কোণঠাসা করার জন্য দেশের একটি বৃহৎ অংশকে সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।

এনসিপিকে সরকারি দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচনে নিজস্ব একটি দল তৈরি করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায়। এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি। আমি মনে করি, তারা আইনসিদ্ধভাবে রাজনৈতিক দলের স্বীকৃতি পায় না। কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নিজস্ব দল করে তৈরি করে সেই দলের মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কখনোই সম্ভব না। একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই সরকার তা পারবেন না। তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা কোনোটাই নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সীমান্তে পুশ ইনের ঘটনায় এটা স্পষ্ট যে, এই সরকার দুর্বল এবং ব্যর্থ। এটা সরকারের কাজ, এক্ষেত্রে আমরা তো কিছু করতে পারি না। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে রংপুরে যান তিনি। দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে আগামী রোববার ঢাকায় ফিরবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা

কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি: জিএম কাদের

আপডেট সময় ১১:০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কারও দোসর ছিলাম না, আমরা নিজস্ব রাজনীতি করেছি। কিছু কিছু সময়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে। যেটা ফ্যাসিবাদ বলা হয়, সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এসময় জিএম কাদের বলেন, যারা আমাদের দোসর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর খুব শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন। কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তরুণ নেতৃত্ব যাদের তিনি তার অভিভাবক এবং নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছেন। এই বিভক্তি দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে এবং একজন আরেকজনের ওপরে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনের দিকে বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছি।

প্রধান উপদেষ্টা জাপাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন, মানে হিসেবে আমরা নাই। তার হিসেবে রাজনীতি করার অধিকার আমাদের নাই। আইনগতভাবে এখনো আমরা নিবন্ধনভুক্ত একটি দল। কোনো ধরনের ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। তারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকজনদের ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে। পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে কোণঠাসা করার জন্য দেশের একটি বৃহৎ অংশকে সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।

এনসিপিকে সরকারি দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচনে নিজস্ব একটি দল তৈরি করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায়। এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি। আমি মনে করি, তারা আইনসিদ্ধভাবে রাজনৈতিক দলের স্বীকৃতি পায় না। কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নিজস্ব দল করে তৈরি করে সেই দলের মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কখনোই সম্ভব না। একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই সরকার তা পারবেন না। তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা কোনোটাই নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সীমান্তে পুশ ইনের ঘটনায় এটা স্পষ্ট যে, এই সরকার দুর্বল এবং ব্যর্থ। এটা সরকারের কাজ, এক্ষেত্রে আমরা তো কিছু করতে পারি না। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে রংপুরে যান তিনি। দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে আগামী রোববার ঢাকায় ফিরবেন।