ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা  ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী  আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব

বিচারের আগে নির্বাচন হবে না: অধ্যাপক মুজিবুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা নির্বাচন চায়, সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক। বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি। বিচার এবং সংস্কার ছাড়া ডামি নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তাই সংস্কার এবং বিচার তারপর নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন-বিচারের নামে যারা অবিচার করেছে। নিরপরাধ মানুষগুলোতে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা কায়েমের জন্য নিজের বিবেক ব্যবস্থাকে মজবুত করতে হবে। এটিএম আজহারের বিচারে রায়ে দেশে একটি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর যারা অবিচারের শিকার হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। কিন্তু তাদের জীবনকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, বিচারের রায় দিয়েছে এবং যারা জড়িত তাদের বিচার হওয়া দরকার।

এখন অনেকে জেনে হোক, না জেনে হোক বা তাদের বিভিন্ন চিন্তার কারণে হোক তারা দ্রুত নির্বাচন চায়। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা নির্বাচনের মতো না হয় সেটা জাতির জন্য অমঙ্গল হবে। যে কারণে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করলাম সেই আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ  জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা 

বিচারের আগে নির্বাচন হবে না: অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট সময় ০৩:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা নির্বাচন চায়, সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক। বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি। বিচার এবং সংস্কার ছাড়া ডামি নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তাই সংস্কার এবং বিচার তারপর নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন-বিচারের নামে যারা অবিচার করেছে। নিরপরাধ মানুষগুলোতে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা কায়েমের জন্য নিজের বিবেক ব্যবস্থাকে মজবুত করতে হবে। এটিএম আজহারের বিচারে রায়ে দেশে একটি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর যারা অবিচারের শিকার হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। কিন্তু তাদের জীবনকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, বিচারের রায় দিয়েছে এবং যারা জড়িত তাদের বিচার হওয়া দরকার।

এখন অনেকে জেনে হোক, না জেনে হোক বা তাদের বিভিন্ন চিন্তার কারণে হোক তারা দ্রুত নির্বাচন চায়। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা নির্বাচনের মতো না হয় সেটা জাতির জন্য অমঙ্গল হবে। যে কারণে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করলাম সেই আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ  জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।