আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক বিভাগীয় জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দেয়ার মাধ্যমে দলটি এবারের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের বার্তা দিয়েছে।
ঘোষিত প্রার্থী তালিকা:
রংপুর জেলা:
রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম
রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর-৪: মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান
রংপুর-৫: গোলাম রাব্বানী
রংপুর-৬: মাওলানা নূরুল আমিন
দিনাজপুর জেলা:
দিনাজপুর-১: মতিউর রহমান
দিনাজপুর-২: অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর-৩: অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর-৪: আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-৫: আনোয়ার হোসেন
দিনাজপুর-৬: আনোয়ারুল ইসলাম
নীলফামারী জেলা:
নীলফামারী-১: অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী-২: (ঘোষণা করা হয়নি)
নীলফামারী-৩: ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী-৪: মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম
লালমনিরহাট জেলা:
লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট-৩: হারুনুর রশিদ
কুড়িগ্রাম জেলা:
কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক
গাইবান্ধা জেলা:
গাইবান্ধা-১: অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা-২: আব্দুল করীম
গাইবান্ধা-৩: অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা-৫: মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস
ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও-১: দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও-২: আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান
জনসভায় জামায়াত নেতারা বলেছেন, দলটি ‘গণ-অভ্যুত্থানে উত্থিত হয়ে জনগণের দোড়গোড়ায় রাজনীতি করতে চায়’।