ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

আফগানিস্তান এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল নয়: কোচ জোনাথন ট্রট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

এবার এশিয়া কাপ চলাকালে জানা গিয়েছিল যে রশিদ খান বলেছেন এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা। তবে এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে দিন কয়েক আগে রশিদ খান বলেছিলেন, এই তকমা তারা নিজেরা নিজেদের দেননি, দিয়েছে মিডিয়াই। এবার জোনাথন ট্রট বললেন, দ্বিতীয় সেরা নন তারা, পিছিয়ে গেছেন অনেকটা।

গতকাল রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা একুরেট নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে আমাদের। তবে আমি হতে চাইব (দ্বিতীয় সেরা দল), আমি চাইব একদম বেস্ট হতে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে ট্রট বলেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।’

এছাড়া কন্ডিশন নিয়ে ট্রট বলেন, ‘না আমার মনে হয় না (কন্ডিশন) কোনো কারণ, আমরা গত কয়েক বছরে ম্যাচ জিতেছি অনেক। আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি। দিন শেষে তাদের সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। কোচ হিসেবে সবাইকে ভালো অবস্থায় রাখাটা আমার জন্য জরুরি। মাঠে যেন সবাই আত্মবিশ্বাসী থাকে, এটাই আমি চাই। চাপের মধ্যে ভালো খেলতে পারলেই আমাদের পারফরম্যান্সে উন্নতি হবে।’

দলের অধিনায়ককে নিয়ে কোচ ট্রট বলেছেন, ‘আন্তর্জাতিক যেকোনো দলই রশিদ খানের বিপক্ষে খেলার সময় চিন্তায় থাকে। সে যেখানেই খেলুক। কারণ সে উইকেট তুলতে সক্ষম। তবে এটা বোঝা নয়। সে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়। মাঠে অনেক এফোর্ট দেয়। পারফরম্যান্সও বেশ ভালো। কোয়ালিটি দারুণ। তার পারফরম্যান্স বাকিদের অনুপ্রাণিত করে। এখান থেকেই আত্মবিশ্বাস আসবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

আফগানিস্তান এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল নয়: কোচ জোনাথন ট্রট

আপডেট সময় ১১:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

এবার এশিয়া কাপ চলাকালে জানা গিয়েছিল যে রশিদ খান বলেছেন এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা। তবে এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে দিন কয়েক আগে রশিদ খান বলেছিলেন, এই তকমা তারা নিজেরা নিজেদের দেননি, দিয়েছে মিডিয়াই। এবার জোনাথন ট্রট বললেন, দ্বিতীয় সেরা নন তারা, পিছিয়ে গেছেন অনেকটা।

গতকাল রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা একুরেট নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে আমাদের। তবে আমি হতে চাইব (দ্বিতীয় সেরা দল), আমি চাইব একদম বেস্ট হতে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে ট্রট বলেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।’

এছাড়া কন্ডিশন নিয়ে ট্রট বলেন, ‘না আমার মনে হয় না (কন্ডিশন) কোনো কারণ, আমরা গত কয়েক বছরে ম্যাচ জিতেছি অনেক। আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি। দিন শেষে তাদের সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। কোচ হিসেবে সবাইকে ভালো অবস্থায় রাখাটা আমার জন্য জরুরি। মাঠে যেন সবাই আত্মবিশ্বাসী থাকে, এটাই আমি চাই। চাপের মধ্যে ভালো খেলতে পারলেই আমাদের পারফরম্যান্সে উন্নতি হবে।’

দলের অধিনায়ককে নিয়ে কোচ ট্রট বলেছেন, ‘আন্তর্জাতিক যেকোনো দলই রশিদ খানের বিপক্ষে খেলার সময় চিন্তায় থাকে। সে যেখানেই খেলুক। কারণ সে উইকেট তুলতে সক্ষম। তবে এটা বোঝা নয়। সে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়। মাঠে অনেক এফোর্ট দেয়। পারফরম্যান্সও বেশ ভালো। কোয়ালিটি দারুণ। তার পারফরম্যান্স বাকিদের অনুপ্রাণিত করে। এখান থেকেই আত্মবিশ্বাস আসবে।’