পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নৌ-পুলিশের ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩০) নামে এক যুবক। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি এলাকার ইউসুফ খানের ছেলে।
রবিবার সকাল থেকে ডুবুরি দল তেঁতুলিয়া নদীতে তল্লাশি চালালেও তাঁকে এখনো উদ্ধার করা যায়নি।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তি তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ ক্রয় করেন। পরে তাঁরা একটি ছোট নৌকায় করে কালাইয়া ইউনিয়নের আলোকি খালের দিকে যাচ্ছিলেন। এ সময় টহলরত নৌ-পুলিশের দেখা পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়ে।
নৌ-পুলিশের নৌকা কাছে এলে রাসেল খান নদীতে ঝাঁপ দেন। সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান, আরেকজনকে মানবিক কারণে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, “ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।”
নৌ-পুলিশের কর্মকর্তারা আরও জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নিষিদ্ধ মাছ ধরা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























