নেত্রকোণার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন যে তার ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা, প্রাণনাশের হুমকি ও ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশের শিকার হতে হচ্ছে তাকে। সোমবার (১৩ অক্টোবর) রিপন তার ফেসবুকে লিখেছেন, ২০১৬ থেকে ৯ বছর ধরে মানুষকে হাসানোর চেষ্টা করছেন—কিন্তু কখনো কারও ক্ষতি করেননি। সম্প্রতি তার দাবি, তার জনপ্রিয়তার বিরুদ্ধে কেবল অনলাইন হামলা নয়, সরাসরি তার বাড়িতে ঢুকে পরিবারের ভিডিও করা ও অনুপযুক্ত প্রশ্ন করা পর্যন্ত ঘটেছে।
রিপন জানান, মঙ্গলবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসে অনুমতি ছাড়া পরিবারের সদস্যদের ভিডিও করেন এবং এমনকি ঘরে থাকা মহিলাদের অবহিত না করে ঘরে ঢুকেছেন। তিনি জানান, তার পরিবার শিক্ষিত নয় এবং মিডিয়ার সামনে কখনও যাওয়ার অভিজ্ঞতা নেই — তাই এই ধরনের আচরণ তাদের জন্য মানসিক কষ্টের কারণ হয়েছে। রিপন আরও বলেন, পেজ হ্যাকিংয়ের চেষ্টা ও টিভি ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকির কথা শুনেছেন। তিনি চ্যানেলের নাম প্রকাশ না করলেও বলেছেন, যারা এই কাজটি করেছেন তাদের বিবেকের কাছে জবাবদিহি করা উচিত।
এ ঘটনায় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির রিপনের পাশে দাঁড়িয়েছেন। তিনি রিপনকে রত্ন আখ্যা দিয়ে বলেন, এমন মূল্যবোধ যদি সমাজে ছড়াতো তাহলে দেশ আরও শিক্ষিত হতো। রিপোর্টিংয়ের নামে হওয়া হয়রানির সংস্কৃতির মোকাবেলার আহ্বানও করেছেন তিনি। সালমান বলেছেন, মোস্তফা সরয়ার ফারুকীর মত সংস্থাগুলোকে এই বিষয় দেখে ব্যবস্থা নেওয়া উচিত — এটা কেবল রিপনের নয়, প্রতিটি সাধারণ নাগরিকের নিরাপত্তার প্রশ্ন।
রিপন তার স্ট্যাটাসে অনুরোধ করেছেন, কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই তার ছিল না; যারা এভাবে পরিবার ও সন্তানদের রোজগার করেন তাদেরও বিবেকের কাছে যেতে হবে। তিনি সকলের জন্য দোয়াও চেয়েছেন।

ডেস্ক রিপোর্ট 

























