ইসরায়েলের পার্লামেন্টে (নেসেট) ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধার মুখে পড়তে হয়। শুরুতে করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করলেও কিছুক্ষণ পর বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্য হট্টগোল শুরু করেন। তাদের একজনের হাতে ছিল ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা কাগজ।
পরে নিরাপত্তা সদস্যরা বিক্ষুব্ধ সংসদ সদস্যদের পার্লামেন্ট কক্ষ থেকে বের করে দেন।
ভাষণ শুরুর আগে ট্রাম্প বলেন, “কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।” নেসেটে তিনি একে “নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর” বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে “অসাধারণ সাহসী মানুষ” বলে প্রশংসা করেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।

ডেস্ক রিপোর্ট 

























