চাঁদাবাজির প্রতিবাদ করে হামলার শিকার হওয়ার দশদিন পরও দমে যাননি নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ার। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ নয়, বরং ক্ষমা ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।
শামীম আনোয়ার লিখেছেন, “আমাকে আঘাত করার জন্য কারো প্রতি ব্যক্তিগত রাগ বা ক্ষোভ নেই। মহান পরওয়ারদিগার তাদেরকে ক্ষমা করুন। বিপথগামী মানুষগুলোকে বলি—টাকার পাহাড় গড়ার এই নোংরা, পচা পথ ছেড়ে সুপথে ফিরুন।”
তিনি জানান, শারীরিক আঘাত, কালো টাকার প্রচারযুদ্ধ ও মিথ্যা অপপ্রচার সত্ত্বেও চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে লড়াই থেকে তিনি সরে যাননি।
স্থানীয় জনগণকে সতর্ক করে তিনি বলেন, “চাঁদাবাজি আর মাদকের টাকা আপনাকে ধনী করতে পারে, কিন্তু সুখ দিতে পারবে না। আমি আপনাদের প্রতিপক্ষ নই, বরং ভালো কাজের সহযোগী হিসেবেই দেখতে চাই।”
পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সহকর্মী ও নরসিংদীবাসীর প্রতি—“আপনাদের দোয়ায় এখন অনেকটাই ভালো আছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেখা হবে।”
উল্লেখ্য, গত ৪ অক্টোবর নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় চাঁদাবাজদের ধরতে গিয়ে হামলার শিকার হন এএসপি শামীম আনোয়ার। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে নরসিংদীকে “বাসযোগ্য, শান্তির নীড়” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এএসপি শামীম আনোয়ার।

ডেস্ক রিপোর্ট 
























