পঞ্চগড়ে জামায়াতে ইসলামের এক ওয়ার্ড সভাপতি স্বামীর বিরুদ্ধে স্ত্রীর বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে।
নিহত মুন্নি আরা বেগম খুশি সর্দারপাড়া গ্রামের জুলফিকার আলীর স্ত্রী। জুলফিকার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। আটককৃতরা হলেন নিহত মুন্নি বেগমের শ্বশুর আবুল কালাম, শাশুড়ি রাহেলা বেগম এবং ভাগিনা গোলাম রব্বানি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৩ অক্টোবর পারিবারিক কলহের জেরে মুন্নি বেগমকে মারধর করা হয়। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলেও ১৪ অক্টোবর বাসায় ফিরে আবারও মারধর করা হয়, ফলে মুন্নি বেগম মারা যান। জুলফিকার আলী ঘটনা ঢাকতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার নাটক করার চেষ্টা করেন।
বোদা থানার উপ-পরিদর্শক খুরশিদ আলম জানান, সুরতহালে মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নিহত মুন্নি বেগমের পরিবার অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা মহিদুল ইসলাম বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগে পারিবারিক কলহ নিয়ে কয়েকবার শালিশ হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
বোদা থানার পরিদর্শক রেজওয়ানুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে পরিবার পক্ষ থেকে মামলা দায়ের হয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক রিপোর্ট 

























