রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’ ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই বিকেল ৩টার দিকে খামারবাড়ি এলাকায় দলছুট এক পুলিশ সদস্যকে একা পেয়ে ‘জুলাইযোদ্ধা’ ব্যানারের বিক্ষোভকারীরা পিটিয়ে আহত করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেলা আড়াইটার দিকে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে খামারবাড়ি, লালমাটিয়া ও ধানমন্ডির দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর কয়েকজন বিক্ষোভকারী খামারবাড়ি এলাকায় এক কনস্টেবলকে ঘিরে পেটাতে থাকে। আহত পুলিশ সদস্য হাতজোড় করে বলেন, “আমি নিরস্ত্র ও নির্দোষ।”
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। তবে নিরস্ত্র পুলিশ সদস্যের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের শনাক্তের কাজ চলছে।”

ডেস্ক রিপোর্ট 

























