বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবার দুপুর থেকে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। এর মধ্যে শনিবার (১৮ অক্টোবর) একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) তারা থালা-বাটি হাতে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে “ভুখা মিছিল” করবেন।
চলমান আন্দোলনের অন্যতম সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ভুখা মিছিল বের হবে। ইতোমধ্যেই ১০০ জন শিক্ষক অনশন করছেন, বাকিরা অবস্থান কর্মসূচি পালন করছেন।”

ডেস্ক রিপোর্ট 

























