ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভোররাতে ঘটে গেছে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। এতে ১৮টি মাছের আড়ত ও ১টি সেলুনসহ মোট ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের ধোঁয়া ও শব্দে ঘুম ভেঙে গেলে এলাকাবাসী চিৎকার শুরু করেন। মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 



















