পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়।
নিহত জুবায়েদ জবির ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে শিক্ষার্থীটি নিহত হয়েছেন। ঘটনাস্থলটি তার টিউশনির বাসা ছিল, যেখানে তিনি নিয়মিত টিউশনি করাতেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি; বিষয়টি তদন্তাধীন।

ডেস্ক রিপোর্ট 



















