সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১ রানে হেরে সিরিজে সমতা এনেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে আজকের ম্যাচটিই হয়ে উঠেছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।
মিরপুরের স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের বোলিং আক্রমণে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চার স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে দলে থাকছেন মুস্তাফিজুর রহমানও।
তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস রয়েছে। পাওয়ার হিটিং সক্ষমতার কারণে তানজিদ তামিম ফিরতে পারেন একাদশে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীর সুযোগ থাকলেও সেটি খুব একটা জোরালো নয়।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও বোলিং বিভাগ অপরিবর্তিত রাখতে পারে। ব্যাটিংয়ে আমির জঙ্গুকে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে ড্যারেন স্যামির দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ডেস্ক রিপোর্ট 

























