ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য

নির্বাচন চাওয়াটা যেন অপরাধ, আন্দোলনকারীদের ত্যাগ ভুলে গেলে চলবে না: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে নির্বাচন চাওয়াটাই যেন একটা বড় পাপ বা অপরাধ। যারা নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করছেন, তারা কি আন্দোলনের মাঠে কখনও নেমেছেন? বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে রাজপথে সংগ্রাম করেছেন? এসব প্রশ্ন রেখে তিনি বলেন, যারা আসলে মাঠে ছিল না, তারাই এখন নৈতিকতা নিয়ে কথা বলছেন।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে রিজভী বলেন, “তিনি নিঃসন্দেহে দেশের একজন গুণী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তার প্রতি আমাদের কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। তবে তিনি যেসব উপদেষ্টা ও পরামর্শকের ঘেরাটোপে রয়েছেন, যারা অনেকেই তার নাতির বয়সী, তাদের কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এটা সংশোধন হওয়া উচিত।”

সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মাহমুদ ইয়াহিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এছাড়াও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম রফিক, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, যুবদলের জেলা সাধারণ সম্পাদক আবু হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর জোর দেন এবং সরকারের প্রতি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা

নির্বাচন চাওয়াটা যেন অপরাধ, আন্দোলনকারীদের ত্যাগ ভুলে গেলে চলবে না: রিজভী

আপডেট সময় ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে নির্বাচন চাওয়াটাই যেন একটা বড় পাপ বা অপরাধ। যারা নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করছেন, তারা কি আন্দোলনের মাঠে কখনও নেমেছেন? বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে রাজপথে সংগ্রাম করেছেন? এসব প্রশ্ন রেখে তিনি বলেন, যারা আসলে মাঠে ছিল না, তারাই এখন নৈতিকতা নিয়ে কথা বলছেন।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে রিজভী বলেন, “তিনি নিঃসন্দেহে দেশের একজন গুণী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তার প্রতি আমাদের কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। তবে তিনি যেসব উপদেষ্টা ও পরামর্শকের ঘেরাটোপে রয়েছেন, যারা অনেকেই তার নাতির বয়সী, তাদের কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এটা সংশোধন হওয়া উচিত।”

সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মাহমুদ ইয়াহিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এছাড়াও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম রফিক, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, যুবদলের জেলা সাধারণ সম্পাদক আবু হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর জোর দেন এবং সরকারের প্রতি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।