ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ইসরায়েলি হাসপাতালে ইরানের ক্লাস্টার বোমা! নেতানিয়াহুর হুংকার, ‘চড়া মূল্য দিতে হবে’ ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র-ড্রোন বৃষ্টি চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইরানের হামলায় আতঙ্ক, দেশ ছাড়তে সিনাইয়ে ইসরায়েলিদের ভিড় ছয় দিনের যুদ্ধ বনাম সাত দিনের প্রতিরোধ: ‘এইবার নয়’—ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান? ‘কেউই রেহাই পাবে না’: খামেনিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত নেতানিয়াহুর ‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

“গাটারে পড়েছি, স্বীকার করি, তবে উঠে আসার আশা আছে”— নাগরিক টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওবায়দুল কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২৬৬৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি নাগরিক টিভির এডিটর ইন চিফের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। দেশীয় রাজনীতি, নেতৃত্ব, আন্দোলন, এবং অতীতের কিছু ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে না যাওয়ার প্রসঙ্গে কাদের বলেন, “বেগম খালেদা জিয়া আপোষ না করায় বিদেশ যেতে পারেননি। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু আপোষ না করার কারণে তাঁর বিদেশযাত্রা সম্ভব হয়নি।”
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের নেত্রী (শেখ হাসিনা) জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন। তাঁর বেঁচে থাকার প্রয়োজন ছিল, কারণ ছাত্র-জনতার সেদিন প্ল্যানই ছিল যে তাকে কিল করবে (হত্যা)।”

২০০৭ সালের ৫ আগস্টের আন্দোলনের স্মৃতি স্মরণ করে কাদের জানান, “ছাত্ররাই আমাকে রক্ষা করেছে।” সেই সময় কিছু সময় আত্মগোপনে থাকতে হয়েছিল বলেও স্বীকার করেন তিনি।

গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কাদের বলেন, “ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনা করি এবং আলোচনাও করি।”

২০১৮ সালের বিতর্কিত ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ভুল হলে স্বীকার করব। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব।”

সবশেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গাটারে পড়েছি, সেটা স্বীকার করি। তবে উঠে আসার আশা আছে। আমরা যা করব, দেশের মাটিতে ফিরে করব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

“গাটারে পড়েছি, স্বীকার করি, তবে উঠে আসার আশা আছে”— নাগরিক টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি নাগরিক টিভির এডিটর ইন চিফের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। দেশীয় রাজনীতি, নেতৃত্ব, আন্দোলন, এবং অতীতের কিছু ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে না যাওয়ার প্রসঙ্গে কাদের বলেন, “বেগম খালেদা জিয়া আপোষ না করায় বিদেশ যেতে পারেননি। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু আপোষ না করার কারণে তাঁর বিদেশযাত্রা সম্ভব হয়নি।”
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের নেত্রী (শেখ হাসিনা) জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন। তাঁর বেঁচে থাকার প্রয়োজন ছিল, কারণ ছাত্র-জনতার সেদিন প্ল্যানই ছিল যে তাকে কিল করবে (হত্যা)।”

২০০৭ সালের ৫ আগস্টের আন্দোলনের স্মৃতি স্মরণ করে কাদের জানান, “ছাত্ররাই আমাকে রক্ষা করেছে।” সেই সময় কিছু সময় আত্মগোপনে থাকতে হয়েছিল বলেও স্বীকার করেন তিনি।

গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কাদের বলেন, “ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনা করি এবং আলোচনাও করি।”

২০১৮ সালের বিতর্কিত ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ভুল হলে স্বীকার করব। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব।”

সবশেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গাটারে পড়েছি, সেটা স্বীকার করি। তবে উঠে আসার আশা আছে। আমরা যা করব, দেশের মাটিতে ফিরে করব।”