ঢাকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ছারছীনা পীর সাহেব হামলার প্রতিবাদে গভীর রাতে শহিদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন ২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আবদুল্লাহর মধ্যরাতে ঢাকা গাজীপুর খুলনা সহ একযোগে ১৫ জেলার ডিসি বদল জয়পুরহাটে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের নয় সদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াকে কেনো প্রতিবার অবহেলা— প্রশ্ন রুমিন ফারহানার খুলনায় দুই সাংবাদিকের উপর হামলা; স্থানীয় সাংবাদিক মহলের নিন্দা

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান মালয়েশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

এবার ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের বর্বরতা চলতে পারে না। দোহায় তেলআবিবের হামলার সমালোচনা করেন তিনি। বলেন, এটা কেবল হামাসের ওপরই নয়, বরং যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টাকারী সকলের প্রচেষ্টার প্রতি অসম্মান। ইসরাইলের সহিংসতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের নৃশংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে। নৃশংসতা ফিলিস্তিন দিয়ে শুরু হলেও অবশ্যই ফিলিস্তিনের সীমাবদ্ধ থাকবে না।’ সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, ‘এই সংঘাতের মাত্র তিনটি বাস্তব সমাধান আছে। আর তাহলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া, একটি স্ব-শাসিত ফিলিস্তিন রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন প্রদান এবং জাতিসংঘের সংস্কার করা। একইসাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

জাতিসংঘের টিকে থাকার জন্য মোহাম্মদ তিনটি জরুরি সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো- নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করা, সাধারণ পরিষদের কাছে কর্তৃত্ব ফিরিয়ে আনা এবং গ্লোবাল সাউথের জন্য স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী অর্থায়ন ব্যবস্থা পুনর্গঠন করা। এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে। তিনি বলেন, ‘সংস্কার এখন আর কোনো পছন্দ নয়, বরং অপরিহার্য। আমরা সফল হব কিনা তার ওপর কোটি কোটি জীবন নির্ভর করে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান মালয়েশিয়ার

আপডেট সময় ০৩:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

এবার ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের বর্বরতা চলতে পারে না। দোহায় তেলআবিবের হামলার সমালোচনা করেন তিনি। বলেন, এটা কেবল হামাসের ওপরই নয়, বরং যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টাকারী সকলের প্রচেষ্টার প্রতি অসম্মান। ইসরাইলের সহিংসতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের নৃশংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে। নৃশংসতা ফিলিস্তিন দিয়ে শুরু হলেও অবশ্যই ফিলিস্তিনের সীমাবদ্ধ থাকবে না।’ সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, ‘এই সংঘাতের মাত্র তিনটি বাস্তব সমাধান আছে। আর তাহলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া, একটি স্ব-শাসিত ফিলিস্তিন রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন প্রদান এবং জাতিসংঘের সংস্কার করা। একইসাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

জাতিসংঘের টিকে থাকার জন্য মোহাম্মদ তিনটি জরুরি সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো- নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করা, সাধারণ পরিষদের কাছে কর্তৃত্ব ফিরিয়ে আনা এবং গ্লোবাল সাউথের জন্য স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী অর্থায়ন ব্যবস্থা পুনর্গঠন করা। এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে। তিনি বলেন, ‘সংস্কার এখন আর কোনো পছন্দ নয়, বরং অপরিহার্য। আমরা সফল হব কিনা তার ওপর কোটি কোটি জীবন নির্ভর করে।’