এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।
পাকিস্তানের হয়ে ওপেনিং জুটিতে শাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৮৪ রান। ফারহান ৩৮ বলে ৫৭ রান করে আউট হলে শুরু হয় ব্যাটিং ধস। ২১ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট। কুলদীপ যাদব একাই ৩ উইকেট নেন ১৭তম ওভারে। শেষ পর্যন্ত পাকিস্তান ১৪৬ রানে গুটিয়ে যায়।
ফারহান ও ফখর ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। কুলদীপ যাদব ৪ উইকেট, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও বুমরাহ নেন ২টি করে উইকেট।
জবাবে ভারতের শুরুটা ভালো হয়নি। অভিষেক শর্মা ৫ রান, সূর্যকুমার যাদব ১ রান ও শুভমান গিল ১২ রান করে দ্রুত ফেরেন। ফাহিম আশরাফ নেন ২ উইকেট এবং শাহিন আফ্রিদি নেন ১ উইকেট। ছোট লক্ষ্য তাড়া করেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

ডেস্ক রিপোর্ট 

























