ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুর্গাপূজার দুটি মণ্ডপ বিতর্কের কেন্দ্রে এসেছে অসুর প্রতিমার কারণে। খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর হিসেবে দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও ভিসা জটিলতা ভারতের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। তাই তাকে ‘বিশ্বাসঘাতক বন্ধু’ হিসেবে অসুরের রূপ দেওয়া হয়েছে।
অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর রূপে রাখা হয়েছে নোবেলজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। তার পাশে রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথা। আয়োজকদের ভাষ্য, এ প্রতীকী উপস্থাপনা ‘ধ্বংস’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে জাতির প্রতি হুমকি দূর করার বার্তা বহন করছে।
এই মণ্ডপগুলো ঘিরে দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে সাহসী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনা অনুচিত বলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তর্ক-বিতর্ক চলছে।
তবে বিতর্কের মধ্যেই দুই মণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঘটনাটি শুধু পশ্চিমবঙ্গ নয়, আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ভারত-যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য সম্পর্ককে ঘিরে।

ডেস্ক রিপোর্ট 



















