সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল জয়। কিন্তু চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ হলেন ব্যাটাররা। বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানের নিচে আটকে রাখলেও সেই টার্গেট তাড়া করতে পারেনি বাংলাদেশ।
বুধবার (২৯ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ থামে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে। ফলে ১৪ রানে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে নেয় সফরকারীরা।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। তিনি বলেন,
“এখানে ১৫০ কোনো বড় টার্গেট নয়, কিন্তু আমরা ব্যাটসম্যানরা ম্যাচ শেষ করতে পারিনি। ভালো শুরু পেলেও টিকতে পারিনি। আমি যদি ইনিংসে থেকে যেতাম, তাহলে ম্যাচ অনেক আগেই শেষ হয়ে যেত।”
লিটন নিজেও ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন। অন্যদিকে, তামিম ইকবাল একাই লড়াই করে ৬১ রান করলেও দলের জয়ে তা যথেষ্ট হয়নি।
প্রথম ১০ ওভারেই ১০০ রান তুলে ঝড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু পরে বাংলাদেশের বোলারদের দারুণ নিয়ন্ত্রণে থেমে যায় তাদের ইনিংস। মুস্তাফিজ নেন ৩ উইকেট, নাসুম ও রিশাদ নেন ২টি করে।
তবু ব্যাটারদের ব্যর্থতায় হতাশ লিটন বলেন,
“শেষ দুই-তিনটি সিরিজে আমাদের বোলাররা দারুণ করছে। আমি বোলারদের জন্য খুব দুঃখিত, কারণ তারা ভালো বল করেও আমরা শেষ করতে পারছি না।”
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (২০ ওভারে)
আথানেজ ৫২, হোপ ৫৫; মুস্তাফিজ ৩/২১, নাসুম ২/৩৫, রিশাদ ২/২০
বাংলাদেশ: ১৩৫/৮ (২০ ওভারে)
তামিম ৬১, লিটন ২৩; আকিল ৩/২২, শেফার্ড ৩/২৯, হোল্ডার ২/২০
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করেছে।

ডেস্ক রিপোর্ট 

























