ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক—ইরানের দাবি ঘিরে চাঞ্চল্য “বিদেশে মিটিং জনগণের সঙ্গে প্রতারণা”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে এনসিপির কড়া সমালোচনা ইরানিদের বিদ্রোহে উসকানি নেতানিয়াহুর, বললেন—“নিপীড়ক শাসকগোষ্ঠীকে নামানোর সময় এসেছে”

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের মামলার আপিলের রায় ঘোষণা রবিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল, রবিবার (১ জুন)। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষ ধাপে বহুল আলোচিত রায়

এর আগে গত ১৪ মে চার দিনের শুনানি শেষে আদালত রায়ের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেন। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

শুনানির সময় জামায়াতের শীর্ষ নেতারা আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী সদস্য মোবারক হোসাইনসহ ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরের নেতৃবৃন্দ।

পেছনের পটভূমি

২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন জামায়াতকে সাময়িকভাবে নিবন্ধন দেয়। কিন্তু ২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টি ও সম্মিলিত ইসলামী জোটের পক্ষ থেকে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেন। আদালত বলেন, নিবন্ধনটি আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে দেওয়া হয়েছে। ওই বছরই আপিলের আবেদন করলেও চেম্বার আদালত আবেদন খারিজ করে।

পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগও আবেদন খারিজ করে দেয়। শুনানিতে জামায়াতের আইনজীবীরা উপস্থিত না থাকায় মামলাটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হয়।

রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলার পুনরুজ্জীবন

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পুনঃনির্বাচনের পর কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ১ আগস্ট সরকার জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

তবে ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর জামায়াত আপিল বিভাগে মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করে এবং আদালত বিলম্ব মার্জনা করে ২২ অক্টোবর আবেদন মঞ্জুর করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ!

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের মামলার আপিলের রায় ঘোষণা রবিবার

আপডেট সময় ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল, রবিবার (১ জুন)। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষ ধাপে বহুল আলোচিত রায়

এর আগে গত ১৪ মে চার দিনের শুনানি শেষে আদালত রায়ের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেন। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

শুনানির সময় জামায়াতের শীর্ষ নেতারা আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী সদস্য মোবারক হোসাইনসহ ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরের নেতৃবৃন্দ।

পেছনের পটভূমি

২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন জামায়াতকে সাময়িকভাবে নিবন্ধন দেয়। কিন্তু ২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টি ও সম্মিলিত ইসলামী জোটের পক্ষ থেকে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেন। আদালত বলেন, নিবন্ধনটি আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে দেওয়া হয়েছে। ওই বছরই আপিলের আবেদন করলেও চেম্বার আদালত আবেদন খারিজ করে।

পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগও আবেদন খারিজ করে দেয়। শুনানিতে জামায়াতের আইনজীবীরা উপস্থিত না থাকায় মামলাটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হয়।

রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলার পুনরুজ্জীবন

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পুনঃনির্বাচনের পর কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ১ আগস্ট সরকার জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

তবে ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর জামায়াত আপিল বিভাগে মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করে এবং আদালত বিলম্ব মার্জনা করে ২২ অক্টোবর আবেদন মঞ্জুর করেন।