রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাঁকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে।
গেণ্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা জানান, রাত ৩টা থেকে ৪টার দিকে মেয়েটিকে রেললাইনের আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এরপরই কোনো এক সময় তাকে হত্যা করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রেলস্টেশনের প্রায় দুইশ গজ উত্তরে সকালে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ডেস্ক রিপোর্ট 

























