ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

‘ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১১৮২ বার পড়া হয়েছে

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর! কুমিল্লাতে যদি হাজী ইয়াছিন ছাড়া অন্য কেউ ধানের শীষ নিয়া আসে পিঠের চামড়া রাখব না। ইয়াছিন ভাইকে ভালোবেসে পরিবার ছেড়েছি, মেম্বার পদ ছেড়েছি । মনে রাখবেন—কুমিল্লার গণমানুষের নেতা যদি নমিনেশন না পায়, তাহলে কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না।’ গতকাল মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় বিএনপি মহাসচিবের উদ্দেশে কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেন এসব কথা বলেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

প্রবাস থেকে দেয়া চার মিনিটের ভিডিও বার্তায় সাবেক মেম্বার কামাল বলেন, ‘হাজী ইয়াছিন যদি নমিনেশন না পায়; কুমিল্লার মাটি পর্যন্ত রাখব না। প্রয়োজনে আমরা বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু। বিএনপির জন্য দেশ ছাড়ছি, আবার আওয়ামী লীগের জন্য দেশে নামব। গত ১৭টা বছর কুমিল্লার মাটি মানুষের সঙ্গে মিশে পাশে ছিল ইয়াছিন ভাই। এখন কোনো আউল্লা বাউল্লারে নমিনেশন দিলে কেউ মেনে নেব না।’

সাবেক এই মেম্বার বলেন,‘কুমিল্লায় আমার কেন্দ্রের ভেতর কেমনে মনিরুল হক চৌধুরী ঢোকে দেখে নেব। আমরা তো আওয়ামী লীগ আমলেই এমপি চেয়ারম্যানকে পাত্তা দেইনি। তারেক রহমান সাহেবকে অনুরোধ করব—যদি কুমিল্লায় ইয়াছিন ভাই নমিনেশন না পায়, গত ১৭ বছর যেমন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তেমনি বিএনপির বিরুদ্ধেও লড়াই করে যাব।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনি কার প্রেসক্রিপশনে মনিরুল হক চৌধুরীর নাম বলছেন.? আমাদের সব আপদ বিপদে কাজ করবে ইয়াছিন; আর আপনি মনে করছেন কোন এক মিয়ারে নমিনেশন দিলেই আমরা বিএনপি মেনে ফেলব, এটা অসম্ভব।

তিনি বলেন, হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সঙ্গে রাজনীতি করতে এসে ১৭ বছর মামলা, হামলা, নির্যাতনের শিকার হইছি। আবার ১৭ বছর বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব মনে রাইখেন। কুমিল্লা বাসীর কাছে অনুরোধ করব, হাজি ইয়াছিন ভাই ছাড়া অন্য কেউ বিএনপি থেকে আসলে সবাই মিলে আওয়ামী লীগের মতো তাদের বিরুদ্ধেও লড়াই করব।

প্রসঙ্গত, কুমিল্লা-৬ আদর্শ সদর-সদর দক্ষিণ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নানা আলোচনা চলছিল। আসনটিতে মনোনয়ন লাভ করে চমক সৃষ্টি করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এর আগে মনির চৌধুরী ছাড়া এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এদিকে দীর্ঘ ১৭ বছর সংগঠনের হাল ধরে রেখে মনোনয়ন বঞ্চিত হয়ে হতাশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবং তার অনুসারীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

‘ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু’

আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর! কুমিল্লাতে যদি হাজী ইয়াছিন ছাড়া অন্য কেউ ধানের শীষ নিয়া আসে পিঠের চামড়া রাখব না। ইয়াছিন ভাইকে ভালোবেসে পরিবার ছেড়েছি, মেম্বার পদ ছেড়েছি । মনে রাখবেন—কুমিল্লার গণমানুষের নেতা যদি নমিনেশন না পায়, তাহলে কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না।’ গতকাল মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় বিএনপি মহাসচিবের উদ্দেশে কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেন এসব কথা বলেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

প্রবাস থেকে দেয়া চার মিনিটের ভিডিও বার্তায় সাবেক মেম্বার কামাল বলেন, ‘হাজী ইয়াছিন যদি নমিনেশন না পায়; কুমিল্লার মাটি পর্যন্ত রাখব না। প্রয়োজনে আমরা বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু। বিএনপির জন্য দেশ ছাড়ছি, আবার আওয়ামী লীগের জন্য দেশে নামব। গত ১৭টা বছর কুমিল্লার মাটি মানুষের সঙ্গে মিশে পাশে ছিল ইয়াছিন ভাই। এখন কোনো আউল্লা বাউল্লারে নমিনেশন দিলে কেউ মেনে নেব না।’

সাবেক এই মেম্বার বলেন,‘কুমিল্লায় আমার কেন্দ্রের ভেতর কেমনে মনিরুল হক চৌধুরী ঢোকে দেখে নেব। আমরা তো আওয়ামী লীগ আমলেই এমপি চেয়ারম্যানকে পাত্তা দেইনি। তারেক রহমান সাহেবকে অনুরোধ করব—যদি কুমিল্লায় ইয়াছিন ভাই নমিনেশন না পায়, গত ১৭ বছর যেমন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তেমনি বিএনপির বিরুদ্ধেও লড়াই করে যাব।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনি কার প্রেসক্রিপশনে মনিরুল হক চৌধুরীর নাম বলছেন.? আমাদের সব আপদ বিপদে কাজ করবে ইয়াছিন; আর আপনি মনে করছেন কোন এক মিয়ারে নমিনেশন দিলেই আমরা বিএনপি মেনে ফেলব, এটা অসম্ভব।

তিনি বলেন, হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সঙ্গে রাজনীতি করতে এসে ১৭ বছর মামলা, হামলা, নির্যাতনের শিকার হইছি। আবার ১৭ বছর বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব মনে রাইখেন। কুমিল্লা বাসীর কাছে অনুরোধ করব, হাজি ইয়াছিন ভাই ছাড়া অন্য কেউ বিএনপি থেকে আসলে সবাই মিলে আওয়ামী লীগের মতো তাদের বিরুদ্ধেও লড়াই করব।

প্রসঙ্গত, কুমিল্লা-৬ আদর্শ সদর-সদর দক্ষিণ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নানা আলোচনা চলছিল। আসনটিতে মনোনয়ন লাভ করে চমক সৃষ্টি করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এর আগে মনির চৌধুরী ছাড়া এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এদিকে দীর্ঘ ১৭ বছর সংগঠনের হাল ধরে রেখে মনোনয়ন বঞ্চিত হয়ে হতাশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবং তার অনুসারীরা।