ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান মেলের জন্ম। গতকাল সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে মেলের জন্ম হয়।
মেলের আগেও ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দির প্রথম কন্যাসন্তান মাভি জন্ম নেয়। বিয়ানকার্দি ইনস্টাগ্রামে তাদের দুই মেয়ের ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!”
নেইমার বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসের কাছ থেকে ছুটি নিয়ে প্রেমিকা ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
৩৩ বছর বয়সী নেইমার প্রথমবার বাবা হন ২০১১ সালে, তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের থেকে পুত্র দাভি লুকা জন্ম নেয়। দাভি লুকা এখনো নেইমারের সঙ্গে থাকেন। এছাড়াও ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির থেকে রয়েছে তার একটি কন্যাসন্তান হেলেনা।
এবার মেলের জন্মের পর নেইমারের চার সন্তান হলো—তিন কন্যা ও এক পুত্র।