খবর: নওগাঁর রাণীনগরে গভীর রাতে এক ৬৪ বছর বয়সী বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা করা হয়েছে।
রোববার রাতে ধর্ষণের শিকার বৃদ্ধা নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার (৬ অক্টোবর) রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে। ঘটনার সময়, ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে বৃদ্ধা তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় লিটন দেবনাথ কৌশলে তাঁর ঘরে প্রবেশ করে এবং বৃদ্ধাকে চিনতে পারলে তার মুখে কাপড় গুঁজে জোরপূর্বক ধর্ষণ করেন।
—
আপনি চাইলে আমি এটিকে আরও সংক্ষেপে শুধু হেডলাইন ও মূল ঘটনা দিয়ে “সংবাদসংক্ষিপ্ত” আকারে বানাতে পারি। করবেন কি সেটা?

ডেস্ক রিপোর্ট 






















