নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানা মোড়ে নিজ দোকান ‘নারায়ণ স্টোর’-এর ভেতরে ঘটে এ হত্যাকাণ্ড।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নিরু পালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানে ঢুকে নারায়ণ পালের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।

ডেস্ক রিপোর্ট 

























