এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিলরা মাফোসা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে ও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলায় এর কোনো প্রভাব পড়বে না ।
তিনি জোর দিয়ে বলেন, ন্যায়বিচার ও সংকট উত্তরণের জন্য এই মামলার শুনানি হওয়া অপরিহার্য। মঙ্গলবার (১৪ই অক্টোবর, ২০২৫) কেপটাউনে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে রামাফোসা এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
তিনি বলেন, বহুল প্রশংসিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেও, তার দেশ ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর। পার্লামেন্টে রামাফোসা বলেন, যে শান্তি চুক্তি হয়েছে, যাকে আমরা স্বাগত জানাই, আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন মামলার ওপর তার কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও যোগ করেন, মামলাটি এগিয়ে চলেছে এবং এখন এটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলকে আমাদের দায়ের করা অভিযোগের জবাব দিতে হবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে তাদের এই জবাব দাখিল করতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলাটি দায়ের করেছিল।

ডেস্ক রিপোর্ট 



















