জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ এক মাস তীব্র তাপপ্রবাহ ও প্রচন্ড গরমের পর উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়ছে। রবিবার দুপুর বারোটায় জেলার কলাপাড়ায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়।
এর আগে ভোররাতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। দীর্ঘদিন পর বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারন মানুষের মাঝে। বৃষ্টিতে ভিজে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে বৃষ্টির কারনে উপকৃত হয়েছে মৌসুমী সবজি চাষীসহ বিভিন্ন ফল বাগানীরা।
পটুয়াখালী আবহাওয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী তিনদিন উপকূলীয় এলাকায় থেমে থেমে বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।