ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার বেলা আড়াইটার দিকে লাগা আগুন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে জ্বলছিল। আগুনের কারণে পঞ্চাশ কোটি টাকার ইলেকট্রনিক্স ও গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন ধরনের মালামাল সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
সিএন্ডএফ এজেন্ট আব্দুর রহিম জানান, মালগুলো সকালেই নেমেছিল এবং রানওয়েতে রাখা হয়েছিল। বন্ধের দিন হওয়ায় অর্ধেক দিন কার্যক্রম চলায় সেগুলো বের করা সম্ভব হয়নি। তিনি ফায়ার সার্ভিস আসতে দেরি করার বিষয়টিও উল্লেখ করেন।
কুরিয়ার কোম্পানি তামিম এক্সপ্রেসের পরিচালক সুলতান আহমেদ জানিয়েছেন, তাদের আড়াই টন গার্মেন্টস মাল পুড়ে গেছে। ডেঞ্জারাস গুডসের গোডাউনে রাখা বিস্ফোরক ও কেমিক্যাল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঢাকার ১৩টি স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছে লেডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।
অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছেন। বিমানবন্দরের কর্মকর্তারা সূত্রপাতের বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি।

ডেস্ক রিপোর্ট 



















