ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা  ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী  আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব

কাশিমপুর কারাগারে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) রাতে এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন এবং কাশিমপুর কারাগার-২ এ তিনি নিরাপদে রয়েছেন। এই বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবরটি পুরোপুরি গুজব। তিনি কারাগারে সুস্থ আছেন।”

এর আগে, ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয় যে সাবেক বিচারপতি মানিক কাশিমপুর কারাগারে মারা গেছেন। মুহূর্তের মধ্যেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই সময় সীমান্তে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং জনসাধারণকে যাচাই-বাছাই না করে এমন সংবেদনশীল তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা 

কাশিমপুর কারাগারে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

আপডেট সময় ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) রাতে এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন এবং কাশিমপুর কারাগার-২ এ তিনি নিরাপদে রয়েছেন। এই বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবরটি পুরোপুরি গুজব। তিনি কারাগারে সুস্থ আছেন।”

এর আগে, ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয় যে সাবেক বিচারপতি মানিক কাশিমপুর কারাগারে মারা গেছেন। মুহূর্তের মধ্যেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই সময় সীমান্তে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং জনসাধারণকে যাচাই-বাছাই না করে এমন সংবেদনশীল তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে।