বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও ঢাকার সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, “ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর এই দেশে চলবে না।” ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
> “আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি—এই একটি কারণেই আমার ওপর আক্রমণ হচ্ছে। এর সঙ্গে আরও গভীর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিএনপি যে মহাসমাবেশ করেছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল, তিন মাসের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব। অতীতেও এর নজির আমরা দেখেছি।”
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কড়া ভাষায় সরকারের সমালোচনা করে ইশরাক বলেন,
> “আমি কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে। আমি কোনো ব্যক্তিকে দায়ী করছি না, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”
তিনি আরও বলেন,
> “আমরা সেই দল করি, যারা খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আন্দোলন করে এসেছি। ১৭ বছর ধরে আমরা পরিচয় গোপন না করে রাজপথে নেমেছি। আমাদের বহু ভাই আন্দোলনে জীবন দিয়েছেন। আমরা আজও সুসংগঠিত, প্রতিজ্ঞাবদ্ধ।”