কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ বশিরুল ইসলাম (৩৪)-এর মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বশিরুল ইসলাম সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দুই মাস থাকার পর অসুস্থ হয়ে দেড় মাস আগে দেশে ফিরে আসেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রবিবার সকাল ৮টায় তিনি নাস্তা না করে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। দুপুরে স্থানীয়রা মসজিদের সিঁড়িতে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, মসজিদের ইমাম মাইকের সমস্যা দেখতে ছাদে উঠলে সেখানেই লাশ দেখতে পান এবং পরে বিষয়টি মসজিদের সভাপতিকে জানান।
দেবিদ্বার-বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার সম্ভাবনা ধরা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 

























