আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে আবু ত্বহা জানান, দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের পরামর্শ ও মাশওয়ারার ভিত্তিতে তাদের পারিবারিক বিষয়ে শরিয়াসম্মতভাবে সমাধান করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন—
১. মুরুব্বিদের উপস্থিতিতে সাবিকুন নাহার খুলা তালাকের প্রস্তাব গ্রহণ করেন। ফলে বর্তমানে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আর নেই।
২. বিয়ের মোহরানা সম্পূর্ণ পরিশোধিত ছিল, এ বিষয়ে কোনো দেনা বা দাবি অবশিষ্ট নেই।
৩. সাবিকুন নাহার গত বছর Taw Haa Zin Nurain Islamic Center-এর উন্নয়ন প্রকল্পে প্রায় ৫ ভরি স্বর্ণ, অন্যান্য খাতে আরও প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ধার হিসেবে দিয়েছেন বলে দাবি করেন। উলামায়ে মাজলিস এই অর্থ ফেরতের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছেন এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়েছে—এ ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।
৪. সন্তানদের বিষয়ে মুরুব্বিদের মাজলিস শরিয়ানুযায়ী ফয়সালা দিয়েছেন, যা উভয় পক্ষই সম্মতভাবে গ্রহণ করেছেন।
আবু ত্বহা সকলকে আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা বা গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 

























