মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনার দায়ে চার ক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে ফেরার পথে উপজেলার হাসাইল নদীর পাড় এলাকায় টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৩ জনকে ১০ হাজার করে এবং অপর ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ওসি সাইফুল আলম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে পদ্মা নদীতে ইলিশ শিকার করে গোপনে বিক্রি করছে। তাদের প্রতিরোধে সকালে অভিযান পরিচালনা করে মাছসহ চার ক্রেতাকে আটক ও জরিমানা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























