ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী ‘তারা প্রতি মাসে দুই লাখ করে টাকা চায়, না দেওয়ায় মেরেই ফেললো’

মুসলিম মেয়র জোহরান মামদানির নাগরিকত্ব বাতিল করতে চায় রিপাবলিকানরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

এবার নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি নিজেই যিনি শহর থেকে ‘ফ্যাসিবাদী’ ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বহিষ্কারের ঘোষণা দিয়েছেন, তাকে নিয়ে ক্ষুব্ধ রিপাবলিকানরা। তাঁকে আমেরিকা থেকে বহিষ্কারের দাবি জানানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বর্ডার জার’ টম হোমান জবাবে বলেছেন, “ভাল থাকুন, ফেডারেল আইন তাঁকে প্রতি মুহূর্তে ছাপিয়ে যায়। আমরা নিউইয়র্কেই থাকব, কারণ এটা একটি স্যাংচুয়ারি সিটি এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন— আমরা এই শহরগুলোর বিরুদ্ধে দ্বিগুণ, ত্রিগুণ কঠোর হব।”

ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট সোশালিস্ট মামদানি। নির্বাচিত হলে তিনি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। তবে রিপাবলিকানরা অভিযোগ করছেন, তিনি আমেরিকান হতে পারেন না, কারণ তিনি মাত্র ১০ বছরেরও কম সময় নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম Truth Social-এ লিখেছেন, “অবশেষে ডেমোক্র্যাটরা সীমা অতিক্রম করেছে। Zohran Mamdani, একজন ১০০% কমিউনিস্ট পাগল, ডেম প্রাইমারিতে জিতেছে এবং এখন মেয়র হওয়ার পথে।”

“আমরা আগেও র‍্যাডিক্যাল লেফটিদের দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। ও দেখতে খারাপ, কণ্ঠস্বর বিরক্তিকর, খুব একটা বুদ্ধিমানও নয়, ওর পাশে AOC+3, সবই গাধা, এমনকি আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর, কান্নাকাটা Chuck Schumer-ও ওকে খুশি করতে ব্যস্ত।” মামদানির জয়ের পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেন, “এটা সবচেয়ে পরিষ্কার সতর্কবার্তা, কী ঘটে যখন কোনও সমাজ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।”

রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস তাকে ‘ছোট মুহাম্মদ’ আখ্যা দিয়ে বলেন, “সে একজন ইহুদিবিদ্বেষী, সমাজতান্ত্রিক, কমিউনিস্ট, যে নিউইয়র্ক শহরকে ধ্বংস করে দেবে। আমি তার নাগরিকত্ব বাতিল এবং বহিষ্কারের দাবি জানাচ্ছি।” দক্ষিণ ক্যারোলিনার প্রতিনিধি ন্যান্সি ম্যাসও এক পোল চালিয়ে জানতে চান মামদানিকে কি নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করা উচিত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিল (ডিন্যাচারালাইজেশন) খুবই বিরল এবং তা তখনই সম্ভব, যদি প্রমাণিত হয় যে কেউ প্রতারণা বা তথ্য গোপন করে নাগরিকত্ব পেয়েছে, বা নাগরিকত্ব পাওয়ার পাঁচ বছরের মধ্যে সরকার উৎখাতে সহিংস গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, বা সন্ত্রাস বা যুদ্ধাপরাধের মতো অপরাধ লুকিয়ে রেখেছিল। এসব ক্ষেত্রে সরকারকে আদালতে শক্ত প্রমাণসহ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১

মুসলিম মেয়র জোহরান মামদানির নাগরিকত্ব বাতিল করতে চায় রিপাবলিকানরা

আপডেট সময় ০২:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

এবার নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি নিজেই যিনি শহর থেকে ‘ফ্যাসিবাদী’ ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বহিষ্কারের ঘোষণা দিয়েছেন, তাকে নিয়ে ক্ষুব্ধ রিপাবলিকানরা। তাঁকে আমেরিকা থেকে বহিষ্কারের দাবি জানানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বর্ডার জার’ টম হোমান জবাবে বলেছেন, “ভাল থাকুন, ফেডারেল আইন তাঁকে প্রতি মুহূর্তে ছাপিয়ে যায়। আমরা নিউইয়র্কেই থাকব, কারণ এটা একটি স্যাংচুয়ারি সিটি এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন— আমরা এই শহরগুলোর বিরুদ্ধে দ্বিগুণ, ত্রিগুণ কঠোর হব।”

ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট সোশালিস্ট মামদানি। নির্বাচিত হলে তিনি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। তবে রিপাবলিকানরা অভিযোগ করছেন, তিনি আমেরিকান হতে পারেন না, কারণ তিনি মাত্র ১০ বছরেরও কম সময় নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম Truth Social-এ লিখেছেন, “অবশেষে ডেমোক্র্যাটরা সীমা অতিক্রম করেছে। Zohran Mamdani, একজন ১০০% কমিউনিস্ট পাগল, ডেম প্রাইমারিতে জিতেছে এবং এখন মেয়র হওয়ার পথে।”

“আমরা আগেও র‍্যাডিক্যাল লেফটিদের দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। ও দেখতে খারাপ, কণ্ঠস্বর বিরক্তিকর, খুব একটা বুদ্ধিমানও নয়, ওর পাশে AOC+3, সবই গাধা, এমনকি আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর, কান্নাকাটা Chuck Schumer-ও ওকে খুশি করতে ব্যস্ত।” মামদানির জয়ের পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেন, “এটা সবচেয়ে পরিষ্কার সতর্কবার্তা, কী ঘটে যখন কোনও সমাজ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।”

রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস তাকে ‘ছোট মুহাম্মদ’ আখ্যা দিয়ে বলেন, “সে একজন ইহুদিবিদ্বেষী, সমাজতান্ত্রিক, কমিউনিস্ট, যে নিউইয়র্ক শহরকে ধ্বংস করে দেবে। আমি তার নাগরিকত্ব বাতিল এবং বহিষ্কারের দাবি জানাচ্ছি।” দক্ষিণ ক্যারোলিনার প্রতিনিধি ন্যান্সি ম্যাসও এক পোল চালিয়ে জানতে চান মামদানিকে কি নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করা উচিত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিল (ডিন্যাচারালাইজেশন) খুবই বিরল এবং তা তখনই সম্ভব, যদি প্রমাণিত হয় যে কেউ প্রতারণা বা তথ্য গোপন করে নাগরিকত্ব পেয়েছে, বা নাগরিকত্ব পাওয়ার পাঁচ বছরের মধ্যে সরকার উৎখাতে সহিংস গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, বা সন্ত্রাস বা যুদ্ধাপরাধের মতো অপরাধ লুকিয়ে রেখেছিল। এসব ক্ষেত্রে সরকারকে আদালতে শক্ত প্রমাণসহ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।