ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী

“দেশ চলবে না বিদেশি প্রভুদের কথায়”—নির্বাচনে ইসলামী শক্তিকে এক বাক্সে আনছে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তা ও কৌশল স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২০ জুন) খুলনা মহানগর জামায়াতের আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আর বিদেশি প্রভুদের কথায় চলবে না। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতেই হবে।”

সোনাডাঙ্গার আল ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি জানান, ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে এবং আগামী নির্বাচনে ইসলামী দলের একটি যৌথ ভোটবাক্স থাকবে বলে আশা প্রকাশ করেন

মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ইনশাআল্লাহ অধিকাংশ মানুষ ইসলামী নেতৃত্বকেই বেছে নেবে।” তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নৈতিকতা ও আদর্শ আজ দেশের মানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার দিল্লির প্রেসক্রিপশনে বারবার ক্ষমতায় এসে আলেম-উলামাদের ওপর নির্যাতন চালিয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি আসনে জামায়াতের প্রার্থী থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতায় থাকবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল যদি July-তে হাতছাড়া হয়, তাহলে তা হবে ইসলামী ও গণতান্ত্রিক শক্তির জন্য চরম হতাশার বিষয়।”

জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের মন জয় করতে হলে কেবল বই পড়ে বা গণসংযোগ করে চলবে না, মাঠে নেমে আন্দোলন ও সংগ্রামে থাকতে হবে। পরিকল্পিতভাবে দাওয়াতি কাজ পরিচালনা করে জনমত গড়ে তুলতে হবে ইসলামের পক্ষে।”

তিনি বলেন, “আমাদের আদর্শ হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পথ। চারিত্রিক উৎকর্ষ, সহনশীলতা ও ত্যাগের মাধ্যমে জাহেলিয়াতের বিরুদ্ধে জয়ী হতে হবে।”

তার ভাষায়, “জামায়াতে ইসলামী কখনো ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা করে না। আমাদের প্রতিপক্ষ আছে, কিন্তু আমরা প্রস্তুত।”

শিবিরে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন থানা ও ওয়ার্ড স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর

“দেশ চলবে না বিদেশি প্রভুদের কথায়”—নির্বাচনে ইসলামী শক্তিকে এক বাক্সে আনছে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তা ও কৌশল স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২০ জুন) খুলনা মহানগর জামায়াতের আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আর বিদেশি প্রভুদের কথায় চলবে না। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতেই হবে।”

সোনাডাঙ্গার আল ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি জানান, ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে এবং আগামী নির্বাচনে ইসলামী দলের একটি যৌথ ভোটবাক্স থাকবে বলে আশা প্রকাশ করেন

মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ইনশাআল্লাহ অধিকাংশ মানুষ ইসলামী নেতৃত্বকেই বেছে নেবে।” তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নৈতিকতা ও আদর্শ আজ দেশের মানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার দিল্লির প্রেসক্রিপশনে বারবার ক্ষমতায় এসে আলেম-উলামাদের ওপর নির্যাতন চালিয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি আসনে জামায়াতের প্রার্থী থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতায় থাকবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল যদি July-তে হাতছাড়া হয়, তাহলে তা হবে ইসলামী ও গণতান্ত্রিক শক্তির জন্য চরম হতাশার বিষয়।”

জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের মন জয় করতে হলে কেবল বই পড়ে বা গণসংযোগ করে চলবে না, মাঠে নেমে আন্দোলন ও সংগ্রামে থাকতে হবে। পরিকল্পিতভাবে দাওয়াতি কাজ পরিচালনা করে জনমত গড়ে তুলতে হবে ইসলামের পক্ষে।”

তিনি বলেন, “আমাদের আদর্শ হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পথ। চারিত্রিক উৎকর্ষ, সহনশীলতা ও ত্যাগের মাধ্যমে জাহেলিয়াতের বিরুদ্ধে জয়ী হতে হবে।”

তার ভাষায়, “জামায়াতে ইসলামী কখনো ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা করে না। আমাদের প্রতিপক্ষ আছে, কিন্তু আমরা প্রস্তুত।”

শিবিরে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন থানা ও ওয়ার্ড স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।