জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার পরিকল্পনা করেন তার ছাত্রী বর্ষা ও বর্ষার প্রাক্তন প্রেমিক মাহির রহমান। ২৫ সেপ্টেম্বর থেকে তারা হত্যার ষড়যন্ত্র শুরু করেন। হত্যার দিন মাহিরের সঙ্গে আরও দুই বন্ধু ছিলেন। মাহিরকে হত্যার নির্দেশ দেন বর্ষা। হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ারও কিনে রাখেন।
ওসি রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহিরের সম্পর্ক ৯ বছর ছিল, কিন্তু বর্ষা জোবায়েদের প্রতি আকৃষ্ট হয়ে মাহিরকে বাদ দেন। পরে আবার মাহিরকে জানান, জোবায়েদকে ভালো লাগে না। এরপরই তারা জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন। প্রাথমিকভাবে বর্ষা পরিকল্পনা অস্বীকার করলেও, মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সত্যতা স্বীকার করেন।
জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তিনি বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। রোববার বিকেল ৪:৪৫ মিনিটে বর্ষার বাসার তিন তলায় সিঁড়িতে উঠার সময় তাকে খুন করা হয়। পুলিশ ইতিমধ্যেই বর্ষাসহ চারজনকে আটক করেছে এবং মামলার শেষ প্রস্তুতি চলছে।

ডেস্ক রিপোর্ট 



















