নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ৭০ বছরের বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় তার কথিত নাতনি ফাউজিয়া ও ফাউজিয়ার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা মামলায় নাতনি ও তার স্বামী গ্রেফতার।
বুধবার (৮ অক্টোবর) রাত ১২টার দিকে নাটোর সদর উপজেলার হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।
ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, মৃত ইঞ্জিনিয়ার শফিউল্লাহর স্ত্রী মমতাজ বেগমের সন্তানরা বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে তার দূরসম্পর্কের নাতনি ফাউজিয়া ও ফাউজিয়ার স্বামী মিনারুল সেখানে বসবাস করতেন।
তিনি আরও জানান, ফাউজিয়ার বেপরোয়া চলাফেরা পছন্দ করতেন না মমতাজ বেগম। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বিরোধ হতো। এর জেরে গত ৫ অক্টোবর রাতে ফাউজিয়া বিদেশি বড় টর্চলাইট দিয়ে পিটিয়ে মমতাজ বেগমকে হত্যা করে। এরপর গহনা নিয়ে স্বামী মিনারুলকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় সে।
পরে তারা নাটোর শহরের একটি বাড়িতে আত্মগোপনে ছিল। বিক্রি করা গহনার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তিন দিন পর তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি গোলাম সারওয়ার হোসেন।

ডেস্ক রিপোর্ট 

























