ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য “কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে ‘নির্মম প্রতিক্রিয়া’ দেবে পাকিস্তান: আইএসপিআর মহাপরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে কড়া বার্তা দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করলে পাকিস্তান কঠোর ও নিশ্চিত জবাব দেবে।

‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ এবং কাশ্মীর ইস্যু নিয়ে এক ব্রিটিশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মুখে পাকিস্তান দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। একইসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টার জবাবে দেওয়া হবে নির্মম প্রতিক্রিয়া।

তিনি হুঁশিয়ার করে বলেন, “পাকিস্তান ও ভারত উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তাই বড় ধরনের কোনো সংঘাত শুরু হলে এর পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক।” তাঁর মতে, “ভারত যদি মনে করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দান খুলবে, তাহলে গোটা অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হবে।”

আন্তর্জাতিক পরিমণ্ডলে পারমাণবিক উত্তেজনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি। আইএসপিআর প্রধানের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলো ভারতের উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সজাগ।

কাশ্মীর প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ভারত একে ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে তুলে ধরতে চাইলেও বাস্তবতা ভিন্ন। সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে কাশ্মীরি জনগণকে দমন করা হচ্ছে। তাঁর দাবি, কাশ্মীর সংকটের সমাধান হতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এবং কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে।

তিনি আরও বলেন, ভারতের তুলনায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী আকারে ছোট হলেও, তারা সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য অর্জন করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যুকে সামনে আনায় ভারত ‘হতাশ’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ভারতের ওপর কতটা চাপ প্রয়োগ করতে পারে, সেটাই এখন মূল প্রশ্ন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা

ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে ‘নির্মম প্রতিক্রিয়া’ দেবে পাকিস্তান: আইএসপিআর মহাপরিচালক

আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে কড়া বার্তা দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করলে পাকিস্তান কঠোর ও নিশ্চিত জবাব দেবে।

‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ এবং কাশ্মীর ইস্যু নিয়ে এক ব্রিটিশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মুখে পাকিস্তান দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। একইসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টার জবাবে দেওয়া হবে নির্মম প্রতিক্রিয়া।

তিনি হুঁশিয়ার করে বলেন, “পাকিস্তান ও ভারত উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তাই বড় ধরনের কোনো সংঘাত শুরু হলে এর পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক।” তাঁর মতে, “ভারত যদি মনে করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দান খুলবে, তাহলে গোটা অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হবে।”

আন্তর্জাতিক পরিমণ্ডলে পারমাণবিক উত্তেজনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি। আইএসপিআর প্রধানের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলো ভারতের উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সজাগ।

কাশ্মীর প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ভারত একে ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে তুলে ধরতে চাইলেও বাস্তবতা ভিন্ন। সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে কাশ্মীরি জনগণকে দমন করা হচ্ছে। তাঁর দাবি, কাশ্মীর সংকটের সমাধান হতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এবং কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে।

তিনি আরও বলেন, ভারতের তুলনায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী আকারে ছোট হলেও, তারা সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য অর্জন করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যুকে সামনে আনায় ভারত ‘হতাশ’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ভারতের ওপর কতটা চাপ প্রয়োগ করতে পারে, সেটাই এখন মূল প্রশ্ন।”