বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাঁর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা আগামীর সুন্দর দেশ গঠনের সব বিষয়ে প্রভাব ফেলবে বলে দাবি করেছেন রুশদীর লুনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার আটটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেহাল রাস্তাঘাটের কথা উল্লেখ করে লুনা বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালে বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন করেছেন। দুঃখের বিষয়, আওয়ামী ক্ষমতাসীনরা সেসব রাস্তা গত ১৭ বছরেও সংস্কার করেনি। ইতোমধ্যে সব রাস্তার তালিকা করে পাঠানো হয়েছে, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। যার ফলে গেল সপ্তাহে বিশ্বনাথে ছয়টি এবং ওসমানীনগরের চারটি সড়ক উন্নয়নকাজের অনুমোদন দেওয়া হয়েছে। বাকিগুলোও হবে।

ডেস্ক রিপোর্ট 



















