এবার সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জোটভুক্ত দলগুলোকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এমন বিধান বাতিলের দাবিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাতে এই সংক্রান্ত একটি চিঠি তুলে দেন।
পরে আইন উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনীর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও এই বিষয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। এ নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাদের আশ্বস্ত করেছেন। এর আগে, গত রোববার জোটভুক্তদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানের আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছিল বিএনপি।
প্রসঙ্গত, আগে জোটভুক্ত দলগুলো ইসির অনুমতি নিয়ে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারত। যেমন বিএনপির সঙ্গে জোটভুক্ত দলগুলো ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করতে পারতো। কিন্তু এবার আরপিও সংশোধন হওয়ায় জোটভুক্ত দলগুলোর প্রার্থীরা বড় দলের প্রতীকে ভোট করতে পারবে না। সেক্ষেত্রে জোটে গেলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

ডেস্ক রিপোর্ট 



















