নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কনস্টেবল মো. রুহুল আমিন (৪১) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী এই আদেশ দেন। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির চাচা বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, শিশু ঢাকায় একটি বাসায় কাজ করছিল। সোমবার দুপুরে বাসা থেকে বের হয়ে সে রুহুল আমিনের সঙ্গে দেখা করে এবং তিনি শিশুটিকে কৌশলে নারায়ণগঞ্জের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। রাতে শিশুটি গাড়িতে ওঠার সময় চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে মডেল থানার পুলিশে সোপর্দ করেন। পরে বন্দর থানার কাছে হস্তান্তর করা হয়।

ডেস্ক রিপোর্ট 



















